একজন ভালো এবং আদর্শবান মানুষ হওয়ার জন্য
আলী আকবর মডেল হাই স্কুল এর শিক্ষার্থী দের নিম্নোক্ত নিয়মাবলী পালনের অঙ্গীকার প্রদান পূর্বক ভর্তি হতে হয়
নিয়মিত কলেজে উপস্থিত ও সব পরীক্ষায় অংশগ্রহণ করবো। কোনো রকম ফাঁকি দিবো না।
সব বিষয়ের পড়া শিখে আসবো। প্রয়োজনে নির্ধারিত ক্লাসের পর মেকআপ / অতিরিক্ত ক্লাস করতে বাধ্য থাকবো।
নিয়মিত চুল ও নখ কাটাবো, ইসলামী বিধান মোতাবেক দাড়ি না রাখলে সেভ করবো (ছেলেদের ক্ষেত্রে)।
চুল বেনী করে আসবো (মেয়েদের ক্ষেত্রে) এবং চুলে কালো ব্যতীত অন্য কোনো কালার করবো না।
স্কুলের নির্ধারিত পোশাক পড়ে স্কুলে আসবো ।
লেখাপড়ার স্বার্থে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত শিক্ষকদের সব পরামর্শ, আদেশ ও নির্দেশ মেনে চলবো।
নির্ধারিত সময়ের মধ্যে স্কুলের সকল ফি পরিশোধ করবো
অভিভাবক দিবসে / অন্য কোনো প্রয়োজনে পিতা-মাতাকে (পিতা-মাতার অবর্তমানে আইনানুগ অভিভাবককে) উপস্থিত করবো। অন্য কাউকে অভিভাবক হিসেবে এনে প্রতারণার আশ্রয় নিবো না।
আমার যেকোনো অনিয়মের জন্য কলেজের সিদ্ধান্ত আমি ও আমার অভিভাবক মেনে নেবো। প্রথমবার বলে মাফ পাওয়ার জন্য কোনো আবেদন করবো না। কিংবা কারও দ্বারা কোনো প্রকার সুপারিশ করাবো না বা কোনো আইনের আশ্রয়ও গ্রহণ করবো না ।
ছুটির পর ক্যাম্পাসের সামনে, পার্কে, রেস্টুরেন্টে কোনো প্রকার জটলা সৃষ্টি করবো না এবং দ্রুত বাসায় চলে যাবো।
আমি আলী আকবর মডেল হাই স্কুল এ ভর্তি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করার পূর্ব পর্যন্ত কোনো প্রকার রাজনৈতিক, জঙ্গী ও সন্ত্রাসী সংগঠনের সাথে জড়িত হবো না কিংবা অন্যকেও এ সব কাজে সম্পৃক্ত হওয়ার জন্য উদ্বুদ্ধ করব না।
স্কুল পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষা করবো। শ্রেণিকক্ষ / বিল্ডিংয়ের দেয়াল নোংরা করবো না এবং দেয়াল, দরজা, চেয়ার, টেবিল, টয়লেটে লেখালেখি করবো না।
আমি ভর্তি ফরমে যে অভিভাবকের নাম, ঠিকানা ও ফোন নম্বর দিয়েছি তা পরিবর্তন হলে আমি তা নিজ দায়িত্বে স্কুলকে অবহিত করবো। কোন অবস্থা তেই ভুল তথ্য দিবো না ।
আমার শিক্ষকদের সম্মান করবো ,বেয়াদবি হবে এমন কাজ থেকে বিরত থাকবো ।