১৯৯৬ সালে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধিন সিদ্ধিরগঞ্জ ইউনিয়নের ততকালিন ডি এন ডি প্রজেক্ট এর মধ্যে নয়াআটি মুক্তিনগর এলাকার বর্তমান আলী আকবর স্কুলের যাত্রা শুরু হয়। সূচনালগ্নে স্কুলটি ক্ষুদ্র পরিসরে সর্বমোট পাঁচজন শিক্ষক নিয়ে প্যারামাউন্ট কিন্ডারগার্ডেন নামে পরিচারিত হয়। সময়ের সাথে সাথে এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ইউনিয়ন পরিষদ থেকে এলাকাটি পৌরসভায় রূপান্তর হয়। ধাপে ধাপে অত্র এলাকা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকজন এসে এই ডিএনডি প্রজেক্টে বসবাস শুরু করে। কালের বিবর্তনে বসতির সংখ্যা দিন দিন বৃদ্ধি পেতে থাকে।
এলাকায় শিক্ষা বিস্তারের লক্ষ্যে তখন কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। এলকা বাসির আগ্রহ ও দাবির প্রেক্ষিতে বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যাপক কামরুজ্জামান ও অধ্যাপক নিজাম উদ্দিন চৌধুরীর উদ্যোগে ১৯৯৭ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় এবং শিক্ষা কার্যক্রম শুরু হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠাতা দ্বয়ের পিতা জনাব আলী আকবর এর নামে ২০০০ সালে প্যারামাউন্ট কিন্ডারগার্ডেন থেকে ‘আলী আকবর মডেল হাই স্কুল’ নামে আত্মপ্রকাশ ঘটে।
২০০৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত সোনারগাঁও থানার কইকারটেক নবাব হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয় এর নামে এবং ২০১৬ ও ১৭ সালে কাঁচপুর উমর আলী উচ্চ বিদ্যালয়ের নামে এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে অভাবনীয় সফলতা অর্জন করে। ২০১৩ সালে ঢাকা শিক্ষা বোর্ড নিম্ন মাধ্যমি পাঠ দানের অনুমতি লাভ করে।
প্রথমবারেই জে.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে নারায়নগঞ্জ জেলায় তৃতীয় স্থান অর্জন করে। বিদ্যালয়টি ২০১৬ সালে অষ্টম শ্রেনী একাডেমিক স্বীকৃতি ও নবম শ্রেণীর পাঠ দানের অনুমতি পায়। ২০১৮ সাল থেকে প্রতিষ্ঠানটি নিজ নামে এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহনের সন্তোষজনক ফলাফল করে আসছে। ২০২৩ সালে বিদ্যালয়টি মাধ্যমিক পর্যায়ে স্বীকৃতি লাভ করে।